সভাপতির বানী

২০১৭ সালে “নিউরন প্লাস” যাত্রা শুরু করে নার্সিং ও ভার্সিটি অ্যাডমিশন কোচিং-এর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে। রংপুর বিভাগের প্রথম পূর্ণাঙ্গ নার্সিং কোচিং হিসেবে নিউরন প্লাস শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য গুণগতমান সম্পন্ন পাঠদান ও দায়িত্বশীল দিকনির্দেশনা দিয়ে আসছে। প্রতিষ্ঠার শুরুতে নিউরন প্লাস-এর ছিল কেবল রংপুর শহরে একটি মাত্র শাখা। কিন্তু কঠোর পরিশ্রম, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনের মাধ্যমে নিউরন প্লাস অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে সঙ্গে সাফল্যের ধারাবাহিকতায় রংপুরেই এখন নিউরন প্লাস-এর ৩টি শাখা রয়েছে, এবং পাশাপাশি সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিস্তৃত হয়েছে এর কার্যক্রম। শুধু ভর্তি প্রস্তুতিই নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নৈতিকতা ও ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করতে সহায়তা করাই নিউরন প্লাস-এর মূল লক্ষ্য। শিক্ষার পাশাপাশি মানসিক উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে। তাই আজ নিউরন প্লাস শুধু একটি কোচিং সেন্টার নয়, বরং হাজারো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা।