fbpx
  • No products in the cart.

DMC Talks with Sadman Sakif (Episode 1)

দেশে প্রথমবারের মত Dhaka Medical College (DMC) এর শিক্ষার্থীদের সঞ্চালনা ও অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনাভিত্তিক ধারাবাহিক লাইভ শো DMC Talks। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিফ (K-74) এবং ১ম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান অতুল (K-77, মেরিট পজিশন 71)।

লাইভে বর্তমান করোনাকালীন সময়ে HSC 2nd Year এবং মেডিকেলের সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের জন্য Medical Admission Test Preparation সম্পর্কে দিক-নির্দেশনা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা যারা HSC 2nd Year এ রয়েছ এবং সেকেন্ড টাইমার শিক্ষার্থী রয়েছ, তোমাদের যেকোনও সমস্যা তুলে ধরতে পারো এবং পড়াশোনা বিষয়ক যেকোনও তথ্য বা সমস্যা সম্পর্কে লাইভে ভাইয়াদের জিজ্ঞাসা করতে পারো।

লাইভ শো টি অনুষ্ঠিত হবে ১৩/০৯/২০২০ তারিখ রবিবার রাত ৮টায়। লাইভটি দেখতে চোখ রাখো নিউরন প্লাস এর অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপে।

0 responses on "DMC Talks with Sadman Sakif (Episode 1)"

Leave a Message

NEURON PLUS © 2016-2022. All rights reserved

Setup Menus in Admin Panel