11
10373
পৃথিবীর প্রতিটি মানুষ দিনে ২৪ ঘণ্টা পায়। এই ২৪ ঘণ্টা সময়কে কাজে লাগিয়ে কেউ হয়ে যায় পৃথিবীর অন্যতম সুখী মানুষদের একজন আবার কেউ কেউ এই সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে ডিপ্রেশনের অতল গহ্বরে হারিয়ে যায়। অর্থপূর্ণ জীবন যাপনের জন্য প্রয়োজন কম অপচয় ও অপব্যায়। সেটা হোক সময় বা সম্পদ। শিক্ষার্থী জীবনে সবচেয়ে বেশি যে দুটো জিনিস থাকে তা হলোঃ সময় ও শক্তি। এই দুটি জিনিসের সঠিক ব্যবহার নিশ্চিত ও অপব্যবহার রোধ করতে পারলেই, বাস্তব জীবনে সুখের প্রাচুর্য আসবে। প্রাচুর্য যেমন সুখের হয় তেমনি সম্পদের ও প্রাচুর্য হয়। যদিও একটি অপরটির উপর নির্ভরশীল না তবুও মনে করা হয় যার অনেক আছে সে সুখী। এরকম আরো কিছু প্যারাডক্স আছে যেগুলো আমাদের প্রকৃত অর্থপূর্ণ জীবন যাপনের রাস্তাকে কোয়াশাচ্ছন্ন করে রাখে। কিছু অভিজ্ঞতা, টেকনিক, নিয়ম, গেবেষণা বা হ্যাকস প্রাচুর্য অর্জনের পথকে সুগম করে। আর এই কোর্সটি সে সকল অভিজ্ঞতা, টেকনিক, নিয়ম, গেবেষণা বা হ্যাকস এর সমন্বয়ে তৈরি করা হয়েছে ও নিয়মিত আপডেট করা হচ্ছে।
কোর্সটি কাদের জন্য?
- যারা সঠিক ভাবে টাইম ম্যানেজ করতে চায়।
- দিনের সীমিত সময়ে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন কাজ করতে যারা ইচ্ছুক।
- শিক্ষার্থীদের পড়া শোনার নানা টেকনিক ও স্টাডি কারিকুলাম জানতে আগ্রহী।
- নিজের বানানো রুটিন ফলো করতে যাদের সমস্যা হয়।
- যারা প্রোডাক্টিভিটি বুস্ট করতে চায়।
কোর্সটি কিভাবে অনুসরণ করবো?
প্রতিটি সেকশনের অধীনে রয়েছে কয়েকটি করে ইউনিট। প্রতিটি ইউনিট এ রয়েছে ভিডিও। ভিডিও এর নিচে সহায়ক সেলফ হেল্প রিসোর্স যুক্ত করা হয়েছে একটি নির্দিষ্ট টপিকে বিস্তারিত জানতে। আপনাদের মতামত গ্রহণ করার জন্য রয়েছে কমেন্ট সেকশন। সেখানে আপনার সেলফ হেল্প রিলেটেড কোন প্রশ্ন করলে অবশ্যই উত্তর পাবেন। কুইজ গুলো দিয়ে আপনি আপনার শেখাটাকে পাকা পোক্ত করে নিতে পারবেন।
❤️ পুরো কোর্সটি আপনি বিনামূল্যে করতে পারবেন। কোর্সটি নিয়মিত আপডেট হচ্ছে, আপনার সুচিন্তিত মতামত ও রিভিউ কোর্সটিকে আরো কার্যকরী করবে বলে আমার বিশ্বাস।
Course Currilcum
-
- অভ্যাস বদলানো | এটমিক হ্যাবিটস 00:08:00
- যেভাবে শতভাগ কার্যকর ভাবে রুটিন বানাবে 00:20:00
- রুটিন সাইকোলজি 00:10:00
- ২৪ ঘণ্টায় আসলেই কতটুকু ঘুমানো উচিত? 00:06:00
- যেভাবে সময়ের অপচয় বন্ধ করবে 00:05:00
-
- মুখস্ত করার সবচেয়ে দ্রুত ও সহজ উপায় 00:07:00
- পড়াশোনা কার্যকর ভাবে করার উপায় । ফ্লাশ কার্ড 00:09:00
- বুদ্ধিমান/মেধাবী হওয়ার বৈজ্ঞানিক কৌশল 00:07:00
- যেভাবে নিজের প্যাশন খুঁজে নিবে 00:09:00
- স্মার্টফোন’ আসক্তি থেকে মুক্তির উপায় 00:09:00
Course Reviews
4.9
- 5 stars10
- 4 stars1
- 3 stars0
- 2 stars0
- 1 stars0
Boost up
Awesome.it help me a lot
Good. Onk kichu shiklam akhon aygulo karjokor korar somoy
Tnx Neuron plus ka and tamim vaiya ka amader jonno ay viedo gulo unmoktto korar jonno. Ashole onk kichue janlam shiklam akhon ay gual karjokor korta hobe
Alhamdulillah Much more helpful ☺️
Onek smart hacks and onek effective.
Great routine tips
I liked the points this video had about daily or monthly routine
best of best
Thank you sir